Type to search

Lead Story জাতীয় শিক্ষা

আজ থেকে যেসব কেন্দ্রে ভ্যাকসিন পাবে শিশুরা

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকাল ৯টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫টি কেন্দ্রে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬টি কেন্দ্রে দেওয়া হবে শিশুদের প্রথম ডোজের ভ্যাকসিন।

বুধবার (২৪ আগস্ট) ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। এর আগে ১১ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সে সময় বাংলাদেশে শিশুদের মধ্যে টিকার প্রথম ডোজ নেয় রাজধানীর মোহাম্মদপুরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নীধি নন্দিনী। সেদিন ১৬ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছিল পরীক্ষামূলক ১ম ডোজের টিকা।

ঢাকায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হবে টিকা-

ডিএনসিসি এলাকা

১. আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-১

২. উত্তরা গার্লস হাই স্কুল জোন-১

৩. পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৪. সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৫. আমতলী স্টাফ ওয়েলফেয়ার বিদ্যালয়- জোন-৩

৬. মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৩

৭. হাজি ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৪

৮. কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৪

৯. বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৫

১০. বটমলি হোম বালিকা বিদ্যালয়-জোন-৫

১১. কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৬

১২. দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৭

১৩. ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৮

১৪. ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৯

১৫. সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন

ডিএসসিসি এলাকা

১. নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-১

২. বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৩. খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৪. আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৩

৫. সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৪

৬. করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৫

এবিসিবি/এমআই

Translate »