Type to search

Lead Story রাজনীতি

আওয়ামী লীগকে হটাতে অভ্যুত্থানের বিকল্প নেই

আওয়ামী লীগকে হটাতে অভ্যুত্থানের বিকল্প নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৪ বছর যাবৎ সংগ্রাম, লড়াই করছি। এবার জনগণকে সাথে নিয়ে গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নেই। যেহেতু সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না, তাই জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করতে চাই আমরা। কারাবন্দি সাংবাদিক রুহুল আমিন গাজী সেই লড়াই-সংগ্রামটাই করেছেন।

রবিবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানি, ডিইউজে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম কাগজী, কারাবন্দি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ছেলে আরফান আবরার আমিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে ৭ বছর সাজা দেওয়া হয় আর হাইকোর্টে পরে তা ১০ বছর করা হয়। যেই মামলার কোনো ভিত্তি নেই। আমরা প্রেসক্লাবের বাইরে দাঁড়াব, আমাদের পার্টি অফিসের সামনে কথা বলব, সেটাও দিচ্ছে না তারা। রুহুল আমিনকে বেআইনিভাবে ১০ মাস আটক করে রাখা হয়েছে। তিনি শুধু একজন সাংবাদিক না, একজন স্বাধীনচেতা জনগণ। একটি মিথ্যা মামলায় জড়িয়ে তাকে ১০ মাস গ্রেপ্তার করে রাখা হয়েছে। এই আওয়ামী লীগই ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল।

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে মাহামুদুর রহমান মান্না জানান, রুহুল আমিন গাজীকে যারা কারণ ছাড়াই মিথ্যা অভিযোগে এতদিন আকট করে রাখতে পারে তাদেরও পতন হবে। আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাসে কারো নাম বলেনি। তার পরও ওদের গায়ে লাগল কেন? কারণ ওদের অনেকেই ফার্স্ট হোম, সেকেন্ড হোম, থার্ড হোম করে রেখেছে। জমিয়েছে টাকা-পয়সা। তাদেরও ঐ অবস্থা হবে।

Translate »