Type to search

Lead Story রাজনীতি

আওয়ামী লীগ মুখে বলে একটা, কাজ করে আরেকটা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ সভা-সমাবেশ করছে, অথচ বিএনপির কর্মসূচিকে নানাভাবে ব্যাহত করা হয়। এমন কী কখনো কখনো করতে দেয় না। বিএনপির জনসভার সময় ট্রেন বন্ধ করে দেয়া হয়, আর প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়ার জন্য ৭ টি বিশেষ ট্রেন রাখা হয়েছে।

চলমান সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের গতি-প্রকৃতি নির্ধারণে রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির পদযাত্রাসহ সাম্প্রতিক কর্মসূচি পালনে মানুষ আস্থা ফিরে পেয়েছে। আন্দোলনে নতুন মাত্রা পেয়েছে। আওয়ামী লীগ মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে। এদেশের যে চরিত্র বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা তারা ধ্বংস করে দিয়েছে।
বৈঠকের আলোচ্য বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা বৈঠকে বর্তমান দেশের রাজনীতির যে প্রেক্ষিত, সে বিষয়ে আলোচনা করেছি। এই আন্দোলনকে গতি দেয়ার জন্য আগামীতে কী কর্মসূচি হওয়া উচিত আর কী ধরনের কর্মসূচি নেয়া যেতে পারে এবং কীভাবে জনগণকে আরও বেশি সম্পৃক্ত করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, এই অগণতান্ত্রিক সরকারবিরোধী সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করা আজকে আমাদের মূল লক্ষ্য। সব সরকারবিরোধী শক্তি আজ মনে মনে সংকল্পবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম এবং বাংলাদেশ মুসলিম লীগের যুগ্ম মহাসচিব মো. তফাজ্জল হোসেন।
বিএনপির নেতাদের মধ্যে লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।-ইত্তেফাক
এবিসিবি/এমআই
Translate »