Type to search

Lead Story জাতীয়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দ্বিতীয় জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

সফরকারি অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচ টি টুয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। টাইগাররা আট বল হাতে রেখেই পাঁচ উইকেটে এই ম্যাচে জয়লাভ করে।

অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী অষ্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি ম্যাচে অষ্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করে।
Translate »