Type to search

Lead Story আন্তর্জাতিক

অবশেষে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সম্পন্ন

নানা হিসাব-নিকাশ আর টানাপোড়েন শেষে ইইউ-যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সম্পন্ন হলো। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এই চুক্তি করা হয়। এই চুক্তি চূড়ান্ত হওয়ার কারণে আগামী ১ জানুয়ারি থেকে সরকারিভাবে ব্রেক্সিট কার্যকর করায় আর কোনও বাঁধা রইল না ব্রিটেনের।

চুক্তির পর টুইটারে উদযাপনের ভঙ্গিতে একটি ছবি প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, সম্পন্ন হয়েছে চুক্তিটি।

অপরদিকে ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন বলেছেন খুবই ভাল এবং ভারসাম্যপূর্ণ একটি চুক্তি হয়েছে। তিনি বলেন,‘ চুক্তিতে পৌঁছানোর পথ খুবই দীর্ঘ এবং কঠিন হলেও শেষ পর্যন্ত একটা ভাল চুক্তিতে আমরা পৌঁছাতে পেরেছি।

অবশ্য চুক্তিটি এখনও অপেক্ষায় রয়েছে ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদনের। যদিও চলতি বছরের আগামী ৩১ ডিসেম্বর ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড শেষ হওয়ার পূর্বে সেখানে চুক্তির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা কার্যত অসম্ভব। সেক্ষেত্রে অনুমোদনের আগ পর্যন্ত এটি অস্থায়ীভাবেই কার্যকর থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এদিকে ব্রিটিশ সংসদ সদস্যরাও অপেক্ষায় রয়েছেন এই চুক্তির বিস্তারিত দেখার। আগামী ৩০ ডিসেম্বর দেশটির পার্লামেন্টে এ বিষয়ে অনুষ্ঠিত হবে ভোটাভুটি।

যুক্তরাজ্যের প্রধান বাণিজ্যিক সমঝোতাকারী লর্ড ফ্রস্ট জানান, চুক্তির এক হাজার ৫০০ পৃষ্ঠার নথি শিগগিরই প্রকাশ করা হবে।

২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার ১ বছর পর আগামী ৩১ ডিসেম্বর থেকে ইইউ’র বাণিজ্য নীতি থেকে যুক্তরাজ্য বের হয়ে যাচ্ছে। এতে বড় বদল আসবে বাণিজ্যের ক্ষেত্রে। যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে, আর অবাধ চলাচল বন্ধ হয়ে যাবে।

Translate »