Type to search

Lead Story সারাদেশ

৬২ পৌরসভায় ভোটগ্রহণ শুরু : সব কেন্দ্রেই ব্যালট

পৌর নির্বাচন-এবিসিবি নিউজ-abcb news

তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৬৪টি পৌরসভার মধ্যে ৬২টিতে ভোটগ্রহণ হচ্ছে আজ। এই ধাপে সব কেন্দ্রেই ভোট হবে ব্যালট পেপারে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার বাদে অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোট সুষ্ঠু করতে ভোটগ্রহণের দিন অর্থাৎ আজ সকালে ব্যালট পেপার পাঠানো হবে কেন্দ্রে। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ইসি জানায়, ভোটের নিরাপত্তায় মাঠে রয়েছে বিজিবি, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে ৬৪ পৌরসভার তফসিল হলেও আইনি জটিলতায় বন্ধ রয়েছে পাবনার সুজানগর পৌরসভার ভোট। আর সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ভোট হবে না কুমিল্লার লাকসামে।

এদিকে মৌলভীবাজারে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মেয়র প্রার্থী। আর নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান। এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিলেটের দুই পৌরসভায় নির্বাচন আজ : সিলেট ব্যুরো জানায়, জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায় আজ ভোটগ্রহণ করা হবে। উৎসবমুখর প্রচার-গণসংযোগ, ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীদের বিরামহীন ছোটাছুটির মধ্য দিয়ে ভোটের প্রচারণা সমাপ্ত হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। জেলার জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে ভোটার ও প্রার্থীদের মধ্যে।

তবে শেষ পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকে কেন্দ্র করে গোলাপগঞ্জ ও জকিগঞ্জে থাকবে কড়া নিরাপত্তা। প্রধান সড়ক থেকে শুরু করে নির্বাচনি এলাকায় থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্ট। দুটি পৌরসভার ১৮টি ভোটকেন্দ্রে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

পৌর নির্বাচনকে কেন্দ্র করে সিলেট জেলা নির্বাচন অফিস ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার বিকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় ভোটকেন্দ্রে। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে গোলাপগঞ্জ ও জকিগঞ্জে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার সন্ধ্যার পর থেকে যানবাহন চলাচল বিধি নিষেধের আওতায় আনা হয়।

পুলিশ সূত্র জানায়, সিলেটের জকিগঞ্জ পৌরসভায় নয়টি ভোটকেন্দ্র এবং গোলাপগঞ্জ পৌরসভায় রয়েছে আরও নয়টি ভোটকেন্দ্র। এই দুটি পৌরসভার ১৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। গোলাপগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ২২ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬৯৪ এবং নারী ১১ হাজার ৩১৯ জন।

অন্যদিকে জকিগঞ্জে মোট ভোটার ১২ হাজার ৩৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩ এবং নারী ৬ হাজার ৩৪২ জন। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও অরাজকতা ঠেকাতে দুটি পৌরসভায় নির্বাচনকে কেন্দ্র করে নয়জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মাঠ পর্যায়ের ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায় দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া এই দুই পৌরসভায় ২ প্লাটুন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে। সে সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রেখে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাঠ পর্যায়ে থাকা পুলিশের কাজ তদারকি করবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোটকেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে।

Translate »