৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যার মুখোমুখি অস্ট্রেলিয়া
গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা সংকটে পড়েছে অস্ট্রেলিয়া। বন্যা আক্রান্ত সিডনির পশ্চিম শহরতলি এলাকা থেকে কয়েক হাজার জনগন সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। আজ সোমবার (২২ মার্চ) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জানা গেছে, ইতোমধ্যে অন্তত ২ হাজার মানুষকে নিচু এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, গত ৩ দিনের অবিরাম বৃষ্টিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নদীগুলো ফেঁপে উঠেছে। দেশটির এই রাজ্যেটিই সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। স্থানীয় জরুরি সেবা বিভাগ এক টুইটে জানানো হয়েছে, ১৯৬১ সালের পর এটিই হতে চলেছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বন্যা।
সোশ্যাল মিডিয়ার ফুটেজ ও টেলিভিশনে দেখা গেছে, দ্রুত বয়ে যাওয়া বন্যার পানি বাড়ি-ঘর বিচ্ছিন্ন করে যানবাহন ও নানা খামারের পশু ভাসিয়ে নিয়ে গেছে। জানা গেছে, নিচু এলাকা থেকে ইতোমধ্যে ২ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার স্থানীয় সময় বিকালের দিকে সিডনির অন্যতম পানি সরবরাহ কেন্দ্র ওয়ারাগাম্বা বাঁধ থেকে পানি উপচে পড়া শুরু হয়; এই পানি বৃষ্টির কারণে স্ফীত নদীর সাথে মিশে যেতে পারে বলে সতর্ক করে কর্তৃপক্ষ। ছোট একটি টর্নেডোও শহরটির পশ্চিম অংশের ৩০টিরও বেশি বাড়ির ক্ষতি করে; অনেক গাছ উপড়ে ফেলার পাশাপাশি বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন।