Type to search

Lead Story আন্তর্জাতিক

হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুতিনের প্রতি আহবান বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন। এ সময় তিনি রাশিয়া থেকে পরিচালিত সাইবার হামলাকারী গ্রুপগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য পুতিনের প্রতি আহবান জানান। হোয়াইট হাউস এক বিবৃতিতে এসব কথা জানায়।

বাইডেন জানান, আমেরিকার জনগণকে রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র “প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা নেবে।”

জো বাইডেন রাশিয়া থেকে অপরাধীদের চলমান সাইবার হামলা সম্পর্কে পুতিনের সঙ্গে কথা বলেন।

এতে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশ প্রভাবিত হচ্ছে। রাশিয়া থেকে সাইবার হামলা চালানো অপরাধী গ্রুপগুলোর বিরুদ্ধে রাশিয়ার ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন বাইডেন।

বাইডেন তার বক্তব্যে বলেন, অব্যাহত সাইবার হামলা থেকে জনগণ এবং জরুরি অবকাঠামো রক্ষায় যুক্তরাষ্ট্র যে কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Translate »