হেফাজতে আমির জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে হাটহাজারী দারুল উলুম আল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজার পর মাদ্রাসার কবরস্থানে আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে জানাজার পর মাদ্রাসার কবরস্থানে বাবুনগরীকে দাফন করার কথা থাকলেও হেফাজতে ইসলামের একটি সূত্র জানায়, তাকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। তাকে সমাহিত করার জন্য হাটহাজারী মাদ্রাসা ও নিজ বাড়ি ফটিকছড়ির বাবুনগরে ২টি পৃথক কবর খোড়া হয়েছে। মাদ্রাসার ছাত্ররা তাকে মাদরাসার কবরস্থানে সমাহিত করার পক্ষে। তবে হেফাজতে ইসলামের একটি সূত্র জানিয়েছে, জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানেই জুনায়েদ বাবুনগরীকে সমাহিত করা হবে।
অবশেষে বাবুনগরীকে হাটহাজারী মাদরাসা হিসেবে পরিচিত আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান মাওলানা জুনায়েদ বাবুনগরী। কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে তিনি ভুগছিলেন।