Type to search

Lead Story আন্তর্জাতিক রাজনীতি

হাটে মোদি-হাসিনার হাঁড়ি ভেঙে দিলেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

গত ছয় মাস ধরে ভারতীয় বিভিন্ন মিডিয়া দাবি করে আসছিল যে, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির ভূমিকা রয়েছে। তবে, বাইডেনকে নির্বাচনে পরাজিত করে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো হাত নেই।

ওয়াশিংটন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক হয় হোয়াইট হাউসের ওভাল অফিসে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে এই বিষয়ে প্রশ্ন তোলেন এক ভারতীয় সাংবাদিক।

Ezoicসাংবাদিক প্রশ্ন করেন, “মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ ইস্যুতে আপনি কী বলতে চান? আমরা দেখেছি, বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল স্পষ্ট। এমনকি মোহাম্মদ ইউনুস জুনিয়র সরোসের সাথেও দেখা করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মন্তব্য কী?”

প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রশ্নের জবাবে বলেন, “না, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বহুদিন ধরে কাজ করছেন। আমি দেখেছি, এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করা হয়েছে। বাংলাদেশের বিষয়ে আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দিচ্ছি।” এ সময় পাশে বসা নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করেন তিনি।

তবে, ট্রাম্পের এই ইঙ্গিতের পরও নরেন্দ্র মোদি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পরিবর্তে তিনি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে কথা বলা শুরু করেন।

এই ঘটনার পর বাংলাদেশের বিষয়ে ভারতের বিভিন্ন মিডিয়া বিভ্রান্তিকর প্রচারণায় মেতে ওঠে। তাদের তৈরি মিসলিডিং শিরোনামগুলো ইন্টারনেটে ভাইরাল হয়। এর মধ্যে অন্যতম ছিল, “বাংলাদেশ ইস্যু ভারতের উপরে ছাড়লেন ট্রাম্প।”

কিছু দেশীয় মিডিয়া এসব বিভ্রান্তিকর খবরের প্রভাব কাটিয়ে উঠতে দেরি করলেও, পরে নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে।

 

Translate »