স্বাস্থ্যবিধি না মেনে আড়ংয়ের শপিংমল খোলা রাখায় লাখ টাকা জরিমানা

কোভিড-১৯ মহামারির স্বাস্থ্যবিধি না মেনে আড়ংয়ের শপিংমল খোলা রাখায় ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
গতকাল বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর আসাদগেট আড়ংয়ের আউটলেটে জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে শপিংমলগুলো পরিদর্শনে বের হন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এসময় ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় আড়ংকে এক লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জরিমানার বিষয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, করোনাভাইরাস মহামারিতে ঠেকাতে শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। কিন্তু ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন আড়ংয়ে। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করছেন। এজন্য জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট।