Type to search

Lead Story সারাদেশ

সেন্টমার্টিনে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় প্রশাসন সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে। এতে প্রবালদ্বীপে ভ্রমণে যাওয়া ৩ শতাধিক পর্যটক সেখানে আটকা পড়েছেন। তবে, আবহাওয়া স্বাভাবিক হলে আটকাপড়া পর্যটকরা সোমবার (৬ ডিসেম্বর) ফিরতে পারেন। রবিবার (৫ ডিসেম্বর) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও পারভেজ চৌধুরী জানান, ভোররাত হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে রবিবার ও সোমবার জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিবেশ সুষ্ঠু হলে জাহাজ চলাচল শুরু হবে। তখন আটকা পড়া পর্যটকরা ফিরে আসতে পারবে। তবে জাহাজ চলাচল উপযোগী না হলে তাদের আরও কয়েকদিন থাকতে হতে পারে।

এর আগে রবিবার (৫ ডিসেম্বর) ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে প্রশাসন ৫ ও ৬ ডিসেম্বর এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জাহাজ কর্তৃপক্ষ বলেছে, গত শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে ৫টি জাহাজে তেরশরও বেশি পর্যটক সেন্টমার্টিনে বেড়াতে যান। এর মধ্যে ১ হাজারের মতো পর্যটক ফিরে এলেও বাকিরা আটকা পড়েছেন।

বিআইডব্লিউটিএ টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেতের কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল।

এবিসিবি/এমআই

Translate »