সুনামগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে বাস থেকে ফেলে দেন চালক শহীদ
জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে ‘হত্যা করতে’ চালক শহিদ মিয়া রাস্তায় ফেলে দিয়েছিলেন। গুরুতর আহত ওই নারীকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
ওই ধর্ষণ চেষ্টার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি শহিদকে আটকের পর রবিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সিআইডির চট্টগ্রাঃঃম ও সিলেট বিভাগের অতিরিক্ত উপ মহাপরিদর্শক হাসিব আজিজ।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে নেতৃত্বে একটি দল শনিবার (২ জানুয়ারি) সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শহিদ মিয়াকে আটক করে। শহিদ সিলেটের মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা।
হাসিব আজিজ বলেন, এ ঘটনার প্রধান আসামি বাসচালক শহীদ মিয়াকে আটকের পর নারীর কাছে নেওয়া হলে, প্রধান আসামিকে শনাক্ত করেন তিনি। সে সময় ওই ভুক্তভোগীর জানিয়েছিলেন, শহীদ মিয়াই ধর্ষণচেষ্টা শুরু করে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বিকালে ওই নারীর দুলাভাই সিলেট থেকে বাসটিতে তাকে তুলে দেন। তারপর ভুক্তভোগী নারীকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বাসেই। ওই দিন একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে সুনামগঞ্জের দিরাই থানায়।