Type to search

Lead Story অপরাধ সারাদেশ

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ৩ লাখ টাকাসহ অফিস সহকারী গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় নগদ তিন লক্ষ টাকাসহ অফিস সহকারীকে গ্রেপ্তার করা হয়।

দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক গোলাম জাকারিয়া বলেন, বুধবার (২৬ জানুয়ারি) বেলা ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অফিস সহকারী জান্নাতুল আক্তারকে নগদ তিন লক্ষ এক হাজার ২০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

উপ-পরিচালক গোলাম জাকারিয়া আরও জানিয়েছেন, এ ব্যাপারে দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নিকে দৌলতপুর থানার মাধ্যমে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »