Type to search

Lead Story রাজনীতি

সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ: মির্জা ফখরুল

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোন যোগ্যতা নেই তাদের। এতে প্রমাণ করে দিয়েছে তারা একটা ব্যর্থ সরকার। শুধু দুর্নীতির জন্য, লুটপাটের জন্যই আজকে জনগণকে দুর্ভোগে ফেলেছে তারা।

সোমবার (১৭মে) সকালে কালিবাড়িস্থ নিজ বাসভবনে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, ঈদের জন্য মাত্র তিন দিন ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু জনগণ তো থেমে নেই। দুর্ভোগের মধ্যে অতিরিক্ত টাকা খরচ করে বাড়িতে রওয়ানা হয়েছে তারা ও ছুটি শেষে তাড়াহুড়া করে ঢাকায় ফিরছে। যাদের নিজেদের গাড়ি আছে তাদের কোন সমস্যা নেই কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। আমরা সরকারকে অনেক আগে থেকেই বলে আসছি কোভিড-১৯ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে। কিন্তু তাতে কর্ণপাত করেনি সরকার। এখানে সরকারের চরম ব্যর্থতা ও উদাসীনতা শুধু বলবো না এটা হচ্ছে অজ্ঞানতা এবং সম্পূর্ণ ব্যর্থতা। তাদের ব্যর্থতার কারণেই আজকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। নামে মাত্র লকডাউন দিয়েছে সরকার। কিন্তু এর আড়ালে ক্রাকডাউন দিয়েছে তারা।

 

তিনি বলেন, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সরকার নিজেরাই বিভিন্ন ঘটনা ঘটিয়ে সেটি বিরোধীদের উপর চাপাচ্ছে। বিরোধীদের উপরে মামলা দিয়ে গণ আটক করেছে। আটককৃতদের ঈদের মধ্যেও জামিন দেওয়া হয়নি। সরকারের করোনা সংক্রমণ প্রতিরোধ করবার কোন ইচ্ছা নেই। এখানে ২টি সুবিধা পায় তারা। একটা হলো জনগন যদি মরে যায় মরুক আর অন্যটা হলো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যখাতে বিরাট দুর্নীতির সুযোগ সৃষ্টি করা।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Translate »