Type to search

Lead Story রাজনীতি

সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল-এবিসিবি নিউজ-abcb news

দেশকে নতজানু ও দুর্বল রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে। সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের জনগণের অধিকার বঞ্চিত করছে, জনগণের নিজস্ব পরিচিতি থেকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। এ পরিকল্পনাকে আমাদের রুখে দিতে হবে বলে সমালোচনা করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলের এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। ‘ শহীদ জিয়া ও বাংলাদেশি জাতীয়তাবাদের ধ্যান-ধারণা’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করে সেমিনার ও সিম্পোজিয়াম কমিটি। এতে শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ মূল প্রবন্ধ পাঠ করেন।

ফখরুল বলেন, বাংলাদেশ সম্পর্কে আমাদের অনুভূতি যতই প্রবল হবে, জাতি হিসেবে ততই শক্তিশালী হবো আমরা। তাই এখন আমাদের স্লোগান একটাই- আমরা শৃঙ্খলিত হতে চাই না, মুক্ত হতে চাই আমরা এবং জনগনকে এই অবস্থা থেকে বাঁচাতে চাই। আমরা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে বাঁচাতে চাই। আসুন, সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাই।

বিএনপি মহাসচিব জানান, স্বাধীনতা যুদ্ধে মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা মুক্ত সমাজ ব্যবস্থা। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে আমাদের লজ্জা হওয়া উচিত যে, এত বছর পরও একটা সুষ্ঠু রাজনৈতিক কাঠামো নির্মাণ করতে পারিনি আমরা। একটা চমৎকার ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা করতে পারিনি। আজকে যারা ক্ষমতা জোর করে দখল করে আছে তারা এজন্য দায়ী।

তিনি বলেন, শহীদ জিয়া রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করার নেতৃত্ব দিয়েছিলেন, তার ডাকেই জনগণ যুদ্ধক্ষেত্রে নেমে এসেছিল। পঁচাত্তরে হতাশায় নিমজ্জিত একটা জাতিকে একটা আশার আলো দেখিয়েছিলেন তিনি এবং কর্মে উদ্দীপ্ত করেছিলেন। আজকে বাংলাদেশের ভিত্তিটা নির্মাণ করে দিয়েছেন তিনি।

কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসমাইল জবিহউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অবসরপ্রাপ্ত বিচারক ইকতেদার আহমেদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ ছাড়া সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে সিলেট বিভাগ সমন্বয় কমিটির সভা হয় সিলেটে। সেখানে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Translate »