Type to search

Lead Story রাজনীতি

সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে

সরকার ঘোষিত লকডাউনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অপরিকল্পিত লকডাউনে বিপন্ন হচ্ছে নিম্ন আয়ের মানুষের জীবন। খাদ্য ও অর্থ কষ্টে মানুষ অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে।

গত রবিবার এক সংবাদ বিবৃতিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে সরকার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল হোসাইন তালুকদারকে আটক ঘটনা তারই ধারাবাহিকতা।

বিএনপি মহাসচিব অবিলম্বে জামাল হোসাইন তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির তিনি দাবি জানান।

Translate »