Type to search

Lead Story জাতীয়

সরকারি-স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি প্রকাশ

সরকার দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে। বুধবার থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।

এ ছাড়া সপ্তাহে ২ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে ব্যাংক কতক্ষণ খোলা থাকবে সেটিও সরকার জানিয়েছে। এখন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »