Type to search

Lead Story জাতীয়

সব রেকর্ড ভেঙে একদিনেই ৬৮৩০ জন আক্রান্ত, মৃত্যু ৫০

দেশে হু হু করে বাড়ছে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই ভাঙছে শনাক্তের রেকর্ড। দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজার ১৫৫ জনে।

এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় হাজার ৮৩০ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

কোভিড-১৯ নিয়ে শুক্রবার (২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এদিন ২৯ হাজার ৩৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। আর আক্রান্তের হার ২৩ দশমিক ২৮ ভাগ। এর আগে গতকাল বুধবার (১ এপ্রিল) দেশে আরও সর্বোচ্চ ৬ হাজার ৪৬৯ জন করোনা রোগী পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া শনাক্তের মধ্যে মারা যান আরও ৫৯ জন।

Translate »