সবই রাজনীতির খেল
ভাঙ্গা ভাঙ্গি নিয়ে যারা এত কান্নাকাটি করছেন তাদের বলি গত ২০০৮ এ ক্ষমতায় এসে আওয়ামীলীগ প্রথমেই জিয়াউর রহমানের নামে করা যাবতীয় স্থাপনা ভেঙ্গে ফেলে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ও বদলে দেয়। সবই রাজনীতির খেল।
প্রতিহিংসা করে তারেক জিয়াকে চরম নির্যাতন করে, অজস্র মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করে শেখ হাসিনা। বানিয়ে দেয় দুর্নীতিবাজ পলাতক আসামি। খালেদা জিয়াকে জেল হাজতে রেখে অসুস্থ করে । চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয় নাই। বাড়ি থেকেও টেনে হেঁচড় বের করে দেয়া হয়। এগুলো তো এত সহজে ভুলার কথা না বিএনপির।
অথচ নিয়তির কী নির্মম পরিহাস। শেখ হাসিনা নিজেই এখন পালিয়ে বেড়াচ্ছেন। ইতিহাস থেকে শিক্ষা নিলে এমন পরিণতি হত না মনে হয়।
বিএনপি নেতা কর্মীদের কিছুটা বিনয় হতে হবে। রুমিন ফারহানা সহ সবাই যেভাবে হাঁকডাক দিচ্ছে আমি নিজেই ভয় পাইছি। এক ছাত্রলীগ খেদাইলো পাবলিক । হুঙ্কার দিয়ে জানান দিচ্ছে ছাত্রদল।
কি খেল রে ভাই! ভাঙ্গাভাঙ্গি আর হুঙ্কারের খেল। আমরা আমজনতা হুদাই দর্শক।
আমি সাংবাদিক হয়ে দেশে থাকতে ও কোন দল থেকে কোনো সুবিধা নেইনি । বুঝতে তো পারছেন :- দুটো দলেরই খারাপ কাজের সমালোচনা করি। ব্যক্তিত্বহীনভাবে কারো পারপাস ও সার্ভ করিনা। মানে হলো কোন দল বা ব্যক্তির স্বার্থে কাজ করিনি। আমার কাছে বরাবরই দেশের স্বার্থ সবার উপরে ।
স্বপ্না গুলশান, অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক, সম্পাদক অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি বার্তা।