Type to search

Lead Story জাতীয় স্বাস্থ্য

সপ্তাহব্যাপী করোনার বুস্টার ডোজ কার্যক্রম শুরু

দেশব্যাপী করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম শুরু হচ্ছে আজ শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ এ কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তর গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কার্যক্রমের আওতায় ১৮ বছর বয়সি ও তদূর্ধ্ব সব নাগরিক ৩য় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। ২য় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

এ ৭ দিনের যেকোন দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলেও জানানো হয়।

এ ছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এবিসিবি/এমআই

Translate »