Type to search

Lead Story আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে আছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

৪ দিন আগে তালেবানরা কাবুল দখল করার পরেই পালিয়ে গিয়েছিলেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। সংযুক্ত আরব আমিরাতে আছেন আশরাফ গনি! বুধবার কাবুলের একটি সংবাদ মাধ্যম এমনটাই দাবি করেছে।

আগে জানা গিয়েছিল তাজিকিস্তান কিংবা উজবেকিস্তানে গিয়েছেন তিনি। কিন্তু পরে তাজিকিস্তান তাকে ফিরিয়ে দেয়। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছিল, এবার প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আমেরিকায় যেতে পারেন। তবে জানা গেল আমিরাতে থাকতে চলেছেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে রিপোর্ট মোতাবেক, কাবুলের রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে করে অনেক টাকা নিয়ে দেশ ছেড়েছেন গনি। এমনকী কিছু টাকা না ধরায় কিছু টাকা গনি ফেলে রেখে যেতেও বাধ্য হন বলে দাবি করা হয়েছে।

রবিবারে গনি তাজিকিস্তানে আশ্রয় নিলেও ওই দেশের সংবামাধ্যম জানিয়েছে, কোনওভাবেই অন্য দেশের রাজনীতিককে দেশে রাখা হবে না। নিরাপত্তার খাতিরে তার গতিবিধির বিস্তারিত তথ্য সামনে আনা হয়নি। তবে সূত্রের দাবি মোতাবেক, তিনি ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, তিনি খুব শীঘ্রই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আপাতত সেখানেই থাকবেন।

After conquering Kabul, Taliban soldiers can be seen working out in the Presidential  Palace gym. | The Washington Newsday

প্রেসিডেন্ট প্যালেস, আফগানিস্তান

গনির এইভাবে দেশত্যাগে এমনিতেই ক্ষোভে ফুঁসছে আফগানরা। অনেকেই তাকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন। ২০ বছর পর তালেবান ফের ক্ষমতায় আসার জন্য গনির অদূরদর্শিতা দায়ী মনে করছে আফগান মুলুকের সাধারণ মানুষ।

অন্যদিকে, দেশত্যাগের পর গনি জানান, রক্তপাত এড়াতে বেরিয়ে আসাই ভালো মনে হয়েছিল। রক্তক্ষয় রুখতেই তিনি ইস্তফা দেন বলে দাবি করেছেন। যদিও তার সেই দাবি মানতে নারাজ তালেবানরা।

Translate »