Type to search

Lead Story আন্তর্জাতিক

শেষবেলায় আরো বেপরোয়া হয়ে উঠলেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প

শেষবেলায় আরো বেপরোয়া হয়ে উঠেছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড-১৯ পরিস্থিতির জন্য ‘ওয়ার্ক ভিসা’ এবং ‘ইমিগ্রান্ট ভিসা’-সহ বেশ কিছু ভিসার কাজ তিন মাস স্থগিত রাখার নির্দেশ দিলেন তিনি।

জানা যায়, আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সমস্ত ভিসা সংক্রান্ত বন্ধ থাকবে সব কাজ। প্রয়োজনে সেই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ট্রাম্প জানিয়েছেন, করোনাভাইরাসের জন্য জুন থেকে যুক্তরাষ্ট্রে কাজের পরিস্থিতি খুব খারাপ হয়েছে, বেকারত্ব বেড়েছে। শুধু তাই নয়, এই সংকটে শ্রমিক বাজার এবং দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক প্রভাব পড়েছে। দেশের সামগ্রিক সংকটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোভিড-১৯ মহামারিতে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়ে বর্তমানে বেকারভাতা নিচ্ছেন প্রায় ২ কোটি মানুষ। তবে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তবে ক্ষমতা গ্রহণের পর নিষেধাজ্ঞা তুলে দেবেন কি না সে বিষয়ে তিনি এখনও কিছু বলেননি জো বাইডেন।

Translate »