Type to search

Lead Story রাজনীতি

শিগগির শক্তিশালী বিরোধী দল দেখবেন প্রধানমন্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী আক্ষেপ করেছেন দেশে নাকি শক্তিশালী কোনো বিরোধী দল নেই। আওয়ামী লীগের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সংসদে বিরোধী দল নেই তাদের কারণেই। তারা এই দেশে গণতন্ত্রের কোনো পরিসরই রাখে নাই। গণতন্ত্রের পরিসর না থাকলে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের মধ্যে উনি (প্রধানমন্ত্রী) কোন ধরনের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন, সেটা আমরা ঠিক বুঝি না। কিন্তু উনি যেটা চাচ্ছেন দেখতে, হয়তো অল্প সময়ের মধ্যে সেটা দেখতে পাবেন।

শনিবার (১৬ এপ্রিল) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের গুম-খুন-নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা আগে থেকেই বলে আসছি যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, সেগুলোর ওপর গণতান্ত্রিক বিশ্ব অনেক আগে থেকেই কাজ করছে। এমনটা নয় যে, এখন করছে। প্রত্যেক বছর যুক্তরাষ্ট্র এই মানবাধিকার রিপোর্ট বের করে, প্রত্যেকটা দেশের ওপরই বের করে। সম্প্রতি র‌্যাবসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। সেই নিষেধাজ্ঞা কী প্রমাণ করে? এগুলোতে প্রমাণিত হচ্ছে যে এটা শুধু আমাদের কথা নয়, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য যে, বাংলাদেশের বর্তমান সরকার, তারা একটা সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকার, গণতন্ত্রের আশপাশে তারা নেই, গণতন্ত্রের লেশমাত্র নেই।

যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে কি না এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন হবে কি হবে না—সেটা তো নির্ভর করবে নির্বাচনের পরিবেশ তৈরি হবে কি হবে না তার ওপর। নির্বাচনের পরিবেশ এখানে যদি তৈরি হয়, তাহলে সেখানে নিশ্চিত ইতিবাচক প্রভাব পড়বে।

গত শুক্রবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ এই সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী চিকিৎসক জোবাইদা রহমানের লিভ টু আপিল আবেদন খারিজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। তাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ হওয়ায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। আগামী ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ এবং ৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস’ পালন করবে বিএনপি।-ইত্তেফাক

এবিসিবি/এমআই

Translate »