Type to search

Lead Story আন্তর্জাতিক

রুশ পারমাণবিক শক্তিকে পুতিনের নির্দেশের পর আলোচনায় রাজি জেলেনস্কি

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ পারমাণবিক শক্তিকে ‘বিশেষ সতর্কাবস্থায়’ রাখতে নির্দেশ দেন। এই খবরের কিছুক্ষণ পর বেলারুশ সীমান্তে আলোচনার জন্য রাজি হন ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রতিনিধিদল কোন পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করবে ইউক্রেন-বেলারুস সীমান্তে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভলোদিমির জেলেনস্কি বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেংকোর সঙ্গে কথা বলার পর একটি বিবৃতি দিয়েছেন।

এতে জেলেনস্কি বলেন, ‘আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধিদল কোন পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করবে – যা হবে প্রিয়াপাত নদীরা কাছে ইউক্রেন-বেলারুস সীমান্তে।’

এ সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুসের প্রেসিডেন্ট লুকাশেংকো নিয়েছেন বলে তিনি জানান।

এর আগে জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুসের ভেতরে এরকম কোন বৈঠকে তিনি যাবেন না।

এবিসিবি/এমআই

Translate »