Type to search

Lead Story আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি

রাশিয়া-ইউক্রেন সংকট: দেশের ব্যবহারকারীদের জন্য টুইটার ব্লক করলো রাশিয়া

রাশিয়ার ইউক্রেন আক্রমণের নাটকীয় ভিডিও, ছবি এবং আক্রমণের ফলে মানুষের দুর্দশার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের ফলে ভাইরাল হচ্ছে। এইরকম বহু ছবি টুইটারে শেয়ার করা হয়েছে। এসব কারণে এখন রুশ ব্যবহারকারীদের জন্য টুইটারে প্রবেশে ব্লক করে দিয়েছে রাশিয়া। ইন্টারনেট সংযোগ সংস্থা নেটব্লকস বিবিসিকে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকেই একাধিক সেবা প্রদানকারী সংস্থার পরিষেবাগুলো ব্যাহত হতে শুরু করে। উল্লেখ্য, ইউক্রেন আক্রমণ সংক্রান্ত ইস্যুতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ান কর্তৃপক্ষের দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

নেটব্লকসের পরিচালক আল্প টোকার বলেন, টুইটারে রাশিয়ার এই নিষেধাজ্ঞা তথ্যের অবাধ প্রবেশকে ব্যাপকভাবে সীমিত করে দেবে। এমন এক সংকটে এটা করা হলো যখন মানুষের ঘটনা সম্পর্কে অবগত থাকা খুবই দরকার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এবিসিবি/এমআই

Translate »