Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি ব্রিটেনের

রাশিয়াকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ব্রিটেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আইনপ্রণেতাদের বলেন, কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না। এ ছাড়া কোনো দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না।

তিনি আরও বলেছেন, তার স্পষ্ট জেনে রাখা উচিত যুক্তরাজ্য এবং আমাদের মিত্রদের জন্য,পারমাণবিক অস্ত্রের যেকোনো ব্যবহারই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে। রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

এদিকে সোমবার সকালে ইউক্রেনজুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে ৫০টি বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, ৭টি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটি যেসব দেশ অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে, এরমধ্যে যুক্তরাজ্য অন্যতম।

এবিসিবি/এমআই

Translate »