Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে

ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে চীনকে ফের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে। তারা সহায়তা করবে কিনা সে সিদ্ধান্ত তাদের। কিন্তু তারা সে পথে হাঁটলে তাদেরকে বাস্তবিক মূল্য দিতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত ১৯ ফেব্রুয়ারিতে বলেছিলেন, চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। এমনকি তারা প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে।

রাশিয়াকে অস্ত্র-গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে বলে তখনই সতর্ক করেছিলেন ব্লিনকেন। এবার জেইক সালেভান ফের চীনকে হুঁশিয়ার করলেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র। চীন এখনও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানায়নি। সম্প্রতি গত শনিবার ভারতে জি-২০ সম্মেলনের যৌথ বিবৃতিতে রাশিয়ার আগ্রাসনের নিন্দারও বিরোধিতা করেছে চীন।

এবিসিবি/এমআই

Translate »