Type to search

Lead Story আন্তর্জাতিক

রানির পর রাজা, যেসব বদলের সাক্ষী হতে চলেছে ব্রিটিশরা

গত দুইদিন ধরে ব্রিটিশদের জীবনাচারে এসেছে ব্যাপক পরিবর্তন। ৭০ বছরের রুটিন লাইফে ছেদ! রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পরিবর্তন এসেছে ব্রিটেনের সর্বত্র। ব্রিটেনের নতুন রাজা এখন রানির বড় ছেলে চার্লস। ক্ষমতার পালাবদলে শুরু। বদলে যাবে জাতীয় সংগীতসহ আরও অনেক কিছু।

ব্রিটেনের জাতীয় সংগীত যারা শুনেছেন তারা জানেন, এতদিন গাওয়া হতো ‘গড সেইভ দ্য কুইন।’ রানির মৃত্যুতে প্রথম পরিবর্তন আসছে জাতীয় সংগীতের কথায়। পুরোটা নয় অবশ্য, কিঞ্চিৎ। নতুন রাজা চার্লসের নামে এখন থেকে জাতীয় সংগীতে গাওয়া হবে ‘গড সেইভ দ্য কিং।

‘বদল আসবে ব্যাংক নোট ও কয়েনে। যুক্তরাজ্যের একমাত্র কয়েন প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়্যাল মিন্ট সর্বশেষ কয়েন বাজারে ছাড়ে ২০১৫ সালে। সেটির নকশাতে অবধারিতভাবে ছিল রানির ছবি। নতুন নকশায় থাকবে রাজা চার্লসের মুখচ্ছবি। তবে, কবে নাগাদ বাজারে আসবে নতুন কয়েন তা খোলাসা করেনি রয়্যাল মিন্ট। কয়েনের পাশাপাশি রাজার ছবি প্রতিস্থাপিত হবে ব্যাংক নোটেও। এর আগ পর্যন্ত চালু থাকবে চলতি নোটগুলো।

পরিবর্তনের ছোঁয়া লাগবে ব্রিটিশ পাসপোর্টেও। পাসপোর্টে থাকা ‘টু হার ম্যাজেস্টি’ লেখাটি হয়ে যাবে ‘টু হিজ ম্যাজেস্টি।’ এর মানে যে পুরনো পাসপোর্ট অচল হবে মোটেও তেমনটি নয়। রানির নামে জারি করা সব ধরনের পাসপোর্ট এখনকার মতো বৈধ থাকবে। এর বাইরে বদল আসবে ইংল্যান্ড ও ওয়েলস পুলিশের হেলমেটে ব্যবহৃত রয়্যাল মনোগ্রামে। কুইনস কাউন্সেল হয়ে যাবে কিংস কাউন্সেল।

পরিবর্তিত হবে ডাকটিকিট। রয়্যাল মেইলের সব ধরনের ডাক টিকেটে রানির প্রতিচ্ছবি বিদ্যমান। নতুন করে এমন ডাকটিকিট আর ছাপানো হবে না। নতুন ডাকটিকিটে আসবে রাজার মুখচ্ছবি। যুক্তরাজ্যের প্রায় ৬০ শতাংশ পোস্টবক্সে ‘ইটুআর’ লেখা দেখা যায়। ই-তে এলিজাবেথ, মাঝে রোমান হরফের সংখ্যা দুই এবং আর মানে রেজিনা, যার অর্থ রানি। এটিও সংশোধিত হবে রাজার নামে।

ইংল্যান্ডের প্রায় ৮০০ প্রতিষ্ঠানের ৯০০ পণ্যের উপর আছে রাজসিক সিল। যে তালিকায় আছে টমেটো কেচাপ থেকে শুরু করে খাদ্যশস্য। সেই সিলের লেখাটি হলো, ‘বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট টু হার ম্যাজেস্টি দ্য কুইন।’ অর্থাৎ এসব পণ্য রাজ পরিবার অনুমোদিত এবং রাজ পরিবারে সরবরাহ করা হয়। স্বভাবই বাক্যটি হবে এমন, ‘বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট টু হিজ ম্যাজেস্টি দ্য কিং।’

সাত দশকের অভ্যাস ছেড়ে অনেক নতুনের সাক্ষীই হতে চলেছে ব্রিটিশরা। যদিও রাতারাতি হবে না এসব। তবে কাজ শুরু করে দিয়েছে ব্রিটিশ প্রশাসন ও সংশ্লিষ্টরা। আগামী কয়েক বছরের মধ্যে দৃশ্যমান হবে পরিবর্তনগুলো। এর আগ অবধি রানির নাম ও ছবি সম্বলিত যা কিছু বাজারে আছে, সবই সচল থাকবে।

এবিসিবি/এমআই

Translate »