Type to search

Lead Story আন্তর্জাতিক

রাজপরিবারের তথ্য মিডিয়ায় ফাঁস করেন ‘বিপজ্জনক’ ক্যামিলা

ব্রিটেনের প্রিন্স হ্যারি তার আত্মজীবনীর প্রকাশ উপলক্ষ্যে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে রাজপরিবার, তার স্ত্রী মেগান মার্কেল, ভাই প্রিন্স উইলিয়ামসহ নানা তথ্য প্রকাশ করেছেন। এবার নতুন তথ্য সামনে এনেছেন হ্যারি।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেছেন, রাজপরিবারের বিভিন্ন তথ্য মিডিয়ার কাছে ফাঁস করেন বর্তমানে ‘কুইন কনসোর্ট’ ক্যামিলা, যিনি তার বাবা রাজা চার্লসের দ্বিতীয় স্ত্রী। প্রিন্স হ্যারির মতে, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতেই ক্যামিলা রাজপরিবারের তথ্য ফাঁসের কাজটি করেন। তার মা ডায়ানা ক্যামিলাকে ‘থার্ড পারসন’ বলে উল্লেখ করতেন এবং তৎকালীন প্রিন্স চার্লসকে সেটা বলেছিলেন বলেও জানান হ্যারি।

এক প্রশ্নের জবাবে প্রিন্স হ্যারি বলেন, তিনি তার বড় ভাই প্রিন্স উইলিয়াম এবং বাবা রাজা চার্লসের সঙ্গে কথা বলেন না। তবে তারা আবার মিলিত হবেন কি না, সেই বিষয়ে হ্যারি বলেন, বল এখন তাদের কোর্টে।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি বলেন, তিনি অনেক দিন আগে তার সৎ-মা ক্যামিলার সঙ্গে কথা বলেছেন। হ্যারি বলেন, ‘ভিন্নমত থাকলেও আমি রাজপরিবারের সব সদস্যকে ভালোবাসি। আমি যখন তার (ক্যামিলা) সঙ্গে সাক্ষাৎ করি তখন সন্তুষ্টির সঙ্গে আলাপ করি।’

হ্যারি আরো বলেন, ‘ক্যামিলা আমার সত্-মা হলেও তাকে ‘খারাপ মা’ মনে করি না। তবে এই প্রতিষ্ঠানে (রাজপরিবার) বিয়ে করার পর তিনি তার স্বার্থে ভাবমূর্তি পুনরুদ্ধারে সবকিছু করছেন।’ এ বিষয়ে বাকিংহাম প্যালেস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। —সিএনএন

এবিসিবি/এমআই

Translate »