Type to search

Lead Story সারাদেশ

রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাচালান চক্রের ৬ সদস্য আটক

জেলা প্রতিনিধিঃ রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

আটককৃত হলেন, মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭), আসমা বেগম (৪২), মো. মাসুদ রানা (২৪) ও মো. তমজিদুল ইসলাম (মনির) (৩৪) ।

র‌্যাব জানায়, গোপন খবর পাওয়া যায়, রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০নং ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোড অঞ্চলে কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ৩টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের সাথে থাকা ব্যাগের ভেতর তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় আট দশমিক ৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষের ম্যানুয়াল বই এবং সাপের বিষ সংক্রান্ত সিডি উদ্ধার করা হয়।

আটককৃতরা জানা যায়, একটি নিদিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষ ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে তারা সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে। আটককৃতরা আসামিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

Translate »