Type to search

Lead Story অপরাধ সারাদেশ

রাজধানীতে মোদিবিরোধী সমাবেশে সংঘর্ষ: ৭ পুলিশ আহত, গ্রেপ্তার ৩৪

রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় মোদিবিরোধী সমাবেশে পুলিশের সাথে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪ পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে রাজারবাগ হাসপাতালে ভর্তি হয়েছেন- মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি-পেট্রোল), পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আবু বকর সিদ্দিক, মতিঝিল থানার একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল।

এ ছাড়া সংঘর্ষের ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের ওপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২ টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ দিন সকালে পুলিশ মিছিলের গতিরোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে মিছিলকারীরাও। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।

Translate »