রক্তাক্ত মিয়ানমার: একদিনেই শিশুসহ নিহত ১১৪!

আরও একটি রক্তক্ষয়ী দিনের সাক্ষী হলো মিয়ানমার। শনিবার (২৭ মার্চ) দেশটিতে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে শিশুসহ অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছেন। এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
মিয়ানমারে অবস্থানকারী গণমাধ্যমকর্মী ও স্থানীয় বরাতে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভের পর শনিবার (২৭ মার্চ) সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। স্বশস্ত্র বাহিনী দিবসে দেশটির এমন নৃশংস ও জঘন্য ঘটনাটি ঘটলো।
সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন, মান্দালায়সহ বেশ কিছু শহরে এ সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ বছরের এক শিশুসহ অন্তত ৪০ জনের হয়েছে মান্দালায়তে। ইয়াঙ্গুনে মৃত্যু হয়েছে ২৭ জন বলে জানিয়েছে মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম।
দেশটিতে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ৪৪০ জন নিহত হয়েছে।
এক প্রতিবেদনে এএপিপি জানিয়েছে, মৃত্যুদের মধ্যে এক-চতুর্থাংশকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার উদ্দেশেই গুলি করা হয়েছে তাদের বলে সন্দেহ জোরালো হচ্ছে। নিহতদের পুরুষ প্রায় ৯০ শতাংশই। আর ৩৬ শতাংশের বয়স কম ২৪ বছরের। এই মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ দমন করতে গুলি করে হত্যার কৌশল প্রয়োগ করছে সেনাবাহিনী বলে সবকিছুতে ইঙ্গিত পাওয়া গেছে।