Type to search

Lead Story সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫ জনের মৃত্যু, আহত ২৫

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় নামক স্থানে সিমেন্ট ভর্তি দাঁড়িয়ে থাকা ক্যাভার্ডভ্যানকে ময়মনসিংহের হালুঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের ৫ যাত্রী নিহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, আহতদের উদ্ধার করে ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহতদের ৩টি মরদেহ ত্রিশাল থানায় ও ২টি মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত ৫ জনের সবাই পুরুষ। এদের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শহিদুল ইসলাম। সে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালির বাজার এলাকার বাসিন্দা। সে ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি রিদিশা টেক্সটাইল মিলে লোডার পদে কর্মরত ছিল।

Translate »