Type to search

Lead Story অন্যান্য

মোদি বিরোধী আন্দোলন, রাজধানীতে মুসল্লি-পুলিশ সংঘর্ষে আহত ৫০

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মুসল্লিদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। এতে মুসল্লি, পথচারী, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক লোক। এসংঘর্ষের সময় ৬টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

পল্টন থানার ডিউটি অফিসার এসআই মোবারক হোসেন বলেন, জু’মার নামাজের পর ভারতের প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বায়তুল মোকাররমের সামনে মুসল্লিরা মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সাথে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ছোড়েন ইট-পাটকেল। পরিস্থিতি সামাল দিতে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।

সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে তিনি জানান, এখনও চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ৫০ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে ২’দিনের সফরে আজ শুক্রবার ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Translate »