Type to search

Lead Story সারাদেশ

মুন্সিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৭ জনের মৃত্যু, আহত ১০

জেলা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের ষোলঘরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন সাত জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। আহত হন আরও ১০ জন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে।

এবিসিবি/এমআই

Translate »