Type to search

Lead Story আন্তর্জাতিক

মিয়ানমারের কাচিন রাজ্যে পাথরের খনিতে ভূমিধস, নিখোঁজ ৭০

মিয়ানমারের চীন সংলগ্ন কাচিন রাজ্যের পাকান্ত শহরে বুধবার (২২ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে জেড পাথরের এক খনিতে ভূমিধসে একজন প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন ২৫ জন৷ এখনও নিখোঁজ কমপক্ষে ৭০ জন৷

সবুজ রংয়ের প্রায়-স্বচ্ছ একটি পাথর হচ্ছে জেড৷ বিশ্বের মোট জেড পাথরের ৯০ শতাংশ পাওয়া যায় মিয়ানমারে৷ চীনে জেড পাথরের অনেক জনপ্রিয়তা আছে৷ ফলে মিয়ানমারের আয়ের একটি বড় অংশ আসে জেড পাথর বিক্রি থেকে৷ ওয়াচডগ গ্লোবাল উইটনেসের ধারনা, ২০১৪ সালে এই খাতের মূল্য ছিল প্রায় ৩১ বিলিয়ন ডলার বা ২ লাখ ৬৬ হাজার কোটি বাংলাদেশি টাকা৷

তবে এখনও নিয়ম মেনে মূল্যবান এই খাত পরিচালনা করা সম্ভব হয়নি৷ অং সান সু চির সরকার ক্ষমতায় আসার পর এই খাত নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছিল৷ কিন্তু কাজ তেমন একটা হয়নি৷

ফলে কাচিন রাজ্যের খনি ও সেখান থেকে পাওয়া অর্থের নিয়ন্ত্রণ নিতে কাচিনের বিচ্ছিন্নতাবাদী ও সামরিক বাহিনীর মধ্যে প্রায় সংঘাত হয়ে থাকে৷ এতে অনেক সাধারণ মানুষও মারা পড়েন৷

এছাড়া সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নিরাপত্তা নিশ্চিত না করেই শ্রমিকরা পাথর উত্তোলনে নেমে পড়েন৷ ফলে প্রতিবছর দুর্ঘটনায় অনেকে মারা যান৷ গতবছর জুলাইতে পাকান্তে এক খনি দুর্ঘটনায় ১৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ ২০১৫ সালে আরেক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ১১৬ জন৷

এবিসিবি/এমআই

Translate »