ভ্যাকসিন নেওয়া পর্যটকদের জন্য সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

দীর্ঘ প্রায় ২ বছর পর অবশেষে অস্ট্রেলিয়া পর্যটকদের জন্য ভ্রমণ ভিসার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের সম্পূর্ণ ভ্যাকসিন গ্রহণ করা ভ্রমণকারীরা দেশটিতে ঢুকতে পারবেন। আজ সোমবার এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।- আল জাজিরা
প্রতিবেদনে জানানো হয়েছে, সিদ্ধান্ত মোতাবেক করোনার সম্পূর্ণ ভ্যাকসিন গ্রহণ করা পর্যটকরা অস্ট্রেলিয়ার ভিসা পাবেন। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ঢুকতে পারবেন তারা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ‘প্রায় ২ বছর হয়ে গেছে আমরা অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি ভ্যাকসিনের ২ ডোজ নিয়ে থাকেন, তাহলে আপনাকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানাতে উন্মুখ।’
এর আগে ২০২০ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়া সরকার আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দেয়।
এবিসিবি/এমআই