Type to search

Lead Story রাজনীতি

ভোট ডাকাতি করে চসিক দখল করেছে সরকার : রিজভী

‘চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসির যৌথ প্রযোজনায় ভোট ডাকাতির মধ্য দিয়ে আরেকটি নির্বাচন সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশ প্রশাসন তাণ্ডব চালিয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একদিন আগে মিটিং করে নির্দেশনা দিয়েছেন, কীভাবে বিএনপির নেতাদের আটক করে, এজেন্টদের গ্রেফতার করে বিএনপিকে এলাকাশূন্য করে ভোট ডাকাতি করা যায়। তারা তাই করছে। চসিক নির্বাচন প্রহসন ছাড়া আর কিছুই নয়।’

Translate »