Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতে ২০০০ রুপির নোট বাতিলের ঘোষণায় স্বর্ণ কিনতে ভিড়

ভারতে ২ হাজার রুপির ব্যাংক নোট বাতিলের ঘোষণায় স্বর্ণ কিনতে ভিড় করছেন অনেকেই। ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে নোট বদল করা সহজ হবে না বলে নোট বদলের বিপরীতে ভারতের এই মানুষেরা স্বর্ণ কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন। বিশেষ করে মজুতদারেরা এই কাজ করছেন। খবর ইকোনমিক

টাইমসেরপ্রতিবেদনে বলা হচ্ছে, তবে স্বর্ণ কিনতে গিয়ে তাদের প্রিমিয়াম বা অতিরিক্ত দাম দিতে হচ্ছে। শনিবার বিকেলে মুম্বাইয়ে সোনার অনানুষ্ঠানিক বাজারে দুই হাজার রুপির নোট ব্যবহার করে ১০ গ্রাম স্বর্ণ কিনতে ব্যয় হচ্ছে ৬৭ হাজার রুপি। যদিও জিএসটিসহ স্বর্ণের আনুষ্ঠানিক দর ৬৩ হাজার ৮০০ রুপি। বাড়তি অর্থ ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্রিমিয়াম হিসেবে।

কিছু মানুষ যেন নোট বদলের ঘোষণার পর এমনিতেই জুয়েলারির দোকানে ভিড় করতে শুরু করেছেন। ঘোষণা আসার পরই স্বর্ণের প্রিমিয়াম বেড়ে গেছে। তবে তা আগামী কয়েক দিনের মধ্যে তা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ২০০০ রুপির এসব নোট ব্যাংকে জমা দিয়ে করের আওতায় আসাকে মানুষ সমাধান হিসেবে দেখছে না।

তবে এখানে সুযোগ হলো মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় অনুদান দেওয়া। কারণ, এসব প্রতিষ্ঠান অনামা সূত্র থেকে অনুদান নিতে পারে। ফলে ওই সব প্রতিষ্ঠানে অনুদান দিয়ে অনেকে ছোট অঙ্কের নোট বদলে নিতে পারেন।

এবিসিবি/এমআই

Translate »