Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতে মাঙ্কিপক্স: স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

ভারতে মাঙ্কিপক্স ছড়িয়ে যাওয়ার ঝুঁকি হ্রাসে সকল স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত সোমবার কেরালায় দেশটিতে দ্বিতীয় ব্যক্তির দেহে মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার পর মন্ত্রণালয় এই নির্দেশ জারি করে। ৩১ বছর বয়সী লোকটি গত সপ্তাহে দুবাই থেকে কেরালায় আসেন।

ভারতে ১৪ জুলাই দক্ষিণ কেরালার কোলাম জেলায় মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তির দেহে মারাত্মক ভাইরাস জ্বর দেখা দেয়। রোগের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ ওই রাজ্যের ১৪টি জেলায় সতর্কতা জারি করে।

কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই এ ব্যাপারে একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্ট্রাল টিম মোতায়েন করেছে।

এবিসিবি/এমআই

Translate »