Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতে আবারও মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভারতে আবারও এক পাইলটের মৃত্যু হয়েছেন। নিহত পাইলটের নাম উইং কমান্ডার হারশিত সিনহা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির রাজস্থান রাজ্যের জয়সালমিরের কাছে বিধ্বস্ত হয় বিমানটি।

এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের বিষয়ে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান বাহিনী নিহত পাইলট উইং কমান্ডার হারশিত সিনহার পরিবারের পাশে আছে টুইটে জানানো হয়েছে।

ভারতীয় বিমান বাহিনী ১৯৬৩ সালে ১ম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পেয়েছিল। তবে এই বিমানকে ঘিরে বরাবরই নানা প্রশ্ন উঠেছে। শুক্রবারের ঘটনাসহ চলতি বছরে এ নিয়ে ৫টি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে ভারতে। এসব ঘটনায় গত ৬ দশকে অন্তত ২০০ পাইলট নিহত হয়েছেন। ভারতের এই মিগ-২১ যুদ্ধবিমানকে ‘ফ্লাইং কফিন’ (উড়ন্ত কফিন) ও ‘উইডো মেকার’ (বিধবা বানানোর মেশিন) হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে।

এবিসিবি/এমআই

Translate »