ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভে ‘জড়িত’ মুসলিমের বাড়ি ভেঙে দিল সরকার
ভারতের উত্তর প্রদেশে মুসলিম এক অধিকার কর্মীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। ওই অধিকার কর্মী বলছেন, মহানবী (সা.) কে অবমাননাকর মন্তব্যকে ঘিরে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেওয়ার কারণে প্রতিহিংসামূলক তার বাড়িটি ভেঙে দিয়েছে ডানপন্থি বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার।
রোববার উত্তরপ্রদেশের প্রায়াগরাজ শহরে আফরিন ফাতিমা নামে ওই মুসলিম অধিকারকর্মীর বাড়িটি ঘুঁড়িয়ে দেওয়া হয়। দাঙ্গা পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙচুর চলে ডজনখানেক সাংবাদিকের উপস্থিতিতেই। খবর আল-জাজিরার।
কয়েক ঘণ্টার মধ্যে দুই তলা বিশিষ্ট বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বাড়িতে থাকা আসবাবপত্র, বই এবং ছবি পাশের একটি খালি প্লটে ছুড়ে ফেলা হয়। ছুড়ে ফেলা জিনিসপত্রের মধ্যে একটি পোস্টার ছিল যার মধ্যে লিখা ছিল, ‘যখন অন্যায় আইন হয়ে উঠে, তখন প্রতিরোধ করা দায়িত্ব’।
এদিকে দেশটির মুসলিমরা এবং অধিকার কর্মীরা এই বাড়ি ভাঙচুরকে বিক্ষোভের শাস্তি হিসেবে দেখছেন। তবে রাজ্য সরকার কর্তৃপক্ষ বলছে, সরকারি জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছিল বলে তা ভেঙে দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এক সহযোগী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ থেকে মুসলিমদের দূরে রাখতে আমরা বাড়ি ভাঙছি না। কারণ রাস্তায় নামার অধিকার তাদের আছে।
এবিসিবি/এমআই