ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশসহ ৮ দেশ
মাহামারি করোনা ভাইরাসের কারণে তৈরি লাল তালিকা থেকে বাংলাদেশসহ ৮ দেশের নাম বাদ দিচ্ছে ব্রিটেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। দেশটির পরিবহনমন্ত্রী এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ছাড়া পাকিস্তান, তুরস্ক, মালদ্বীপ, মিসর, শ্রীলংকা, কেনিয়া এবং ওমান রয়েছে। ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
উল্লেখ্য, রেডলিস্টে থাকা অবস্থায় বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হতো। এজন্য তাদেরকে দুই হাজার ২৮৫ পাউন্ড খরচ করতে হতো।
এবিসিবি/এমআই