Type to search

Lead Story রাজনীতি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা।

বুধবার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।

ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিএনপির তিন কর্মী নিহত হওয়ার ঘটনায় বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাইকমিশনার ডিকসন। এক টুইটার বার্তায় ডিকসন বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে তাঁরা আলোচনা করেছেন। যুক্তরাজ্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতায় বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে তিনজন বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় খুবই উদ্বিগ্ন। ডিকসন রাজনৈতিক দলগুলোকে সংযত থাকা এবং সহিংসতার বদলে সংলাপকে বেছে নেওয়ার আহ্বান জানান।

বিএনপি নেতারা বলেছেন, দেশব্যাপী চলমান বিক্ষোভ কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলা এবং পুলিশের গুলিতে তিন নেতা নিহত হওয়ার ঘটনার সার্বিক চিত্র রবার্ট ডিকসনকে জানিয়েছেন তাঁরা। দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, তাঁরা হাইকমিশনারকে জানিয়েছেন, বিএনপি জনসম্পৃক্ত ইস্যুতে কর্মসূচি পালন করছে। সরকারি দল ও পুলিশ তাদের কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা চালাচ্ছে। বিএনপি নেতাদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। অন্যদিকে, বিএনপির আহত নেতাকর্মীদের বিরুদ্ধেই পুলিশ মামলা দিচ্ছে। আগামী নির্বাচনের আগে এ ধরনের হামলা আরও বাড়বে বলে দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »