বুচার ঘটনায় ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন’

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের বুচায় সফরে গিয়েছেন। রাশিয়ার সেনারা চলে যাওয়ার পর যে শহরের একটি গির্জার পাশে গণকবরের সন্ধান মিলেছিল।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব বুচা সফর করেন। এ সময় তিনি বলেন, এখানে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও জবাবদিহিতা প্রয়োজন।
তিনি বলেন, আমি আন্তর্জাতিক অপরাধ আদালতকে সম্পূর্ণ সমর্থন করছি এবং রুশ ফেডারেশনকে আহ্বান জানাচ্ছি, তারা যেন আইসিসিকে এ বিষয়ে সহযোগিতা করে। কিন্তু যখন আমরা যুদ্ধাপরাধ নিয়ে কথা বলি তখন ভুলে গেলে চলবে না যে, যুদ্ধ নিজেই জঘন্য অপরাধ।
এর আগে তিনি ইউক্রেনের উত্তর পশ্চিমে অবস্থিত বোরোদিয়াঙ্কা সফর করেন। যেখানে রাশিয়ার বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার জন্য বুধবার কিয়েভ পৌঁছান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছিলেন জাতিসংঘ মহাসচিব।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর দেশটির রাজধানী কিয়েভের আশেপাশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় রাশিয়া। এর বেশ কিছুদিন পর যুদ্ধের লক্ষ্যে পরিবর্তন আনা হলে রাশিয়া কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেয়। এর পর ওই এলাকায় রুশ সেনাদের চালানো নৃশংসতা সবার সামনে আসে।
এবিসিবি/এমআই