Type to search

Lead Story আন্তর্জাতিক

বিশ্বের ৪র্থ সর্বোচ্চ ধনী বিল গেটস-মেলিন্ডার ২৭ বছরের সংসার ভেঙে গেলো

বর্তমানে বিশ্বের ৪র্থ সর্বোচ্চ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তারা একসঙ্গে ২৭ বছর সংসার করেছেন। এত বছর পর কেনো বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা তা এখনো জানা যায়নি। আজ মঙ্গলবার (৪ মে) রাতে এই বিচ্ছেদের খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মেলিন্ডা গেটস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানান, আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তাভাবনার পরে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি আমরা। গত ২৭ বছর ধরে আমরা একটি ফাউন্ডেশন (গেটস ফাউন্ডেশন) তৈরি করেছি যা সারা বিশ্ব জুড়ে কাজ করে। এটি জনগণকে স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবনযাপন করতে সক্ষম করে তোলে। বিবাহ বিচ্ছেদ হলেও ফাউন্ডেশনে একসাথে আমাদের কাজ চালিয়ে যাব আমরা।

বিল গেটস এবং তার স্ত্রী যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। সংস্থাটি সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন দেওয়ার মতো লড়াইয়ে বিলিয়ন ডলার ব্যয় করেছে।

ফোর্বসের তথ্য মতে, বিল গেটস বর্তমানে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ ধনী। এখন তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার।

Translate »