Type to search

Lead Story সম্পাদকীয় ও মতামত

বিশেষ অভিযানের ফল কী?

ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের আগে-পরে পুলিশের বিশেষ অভিযানের ফল কী? কত জন গ্রেপ্তার হলো? তারা কারা? আর তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরই বা কতটা উন্নতি হল? পুলিশ সদর দপ্তর জানিয়েছে এই অভিযান শেষ হয়েছে৷

পুলিশ সদর দপ্তরের তথ্য:

সারাদেশে এই বিশেষ অভিযান শুরু হয় ১ ডিসেম্বর, আর শেষ হয়েছে ১৫ ডিসেম্বর৷ এর আগে বিশেষ অভিযান শেষ হলে পুলিশ সদর দপ্তর থেকে সংবাদ সম্মেলন করে সাফল্যের খবর জানানো হতো৷ জানানো হতো উদ্ধারের তথ্য৷ কিন্তু এবার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি৷ সাংবাদিকেরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করে অনানুষ্ঠানিকভাবে তথ্য নিচ্ছেন৷

পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে, এবারের বিশেষ অভিযানে মোট ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ১৫ হাজার ৯৬৮ জন৷ আর অভিযানের সময় মোট নতুন মামলা হয়েছে পাঁচ হাজার ১৩২টি৷ এইসব নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আট হাজার জনকে৷ অভিযানের সময় ২৪টি আগ্নেয়াস্ত্র, দুই লাখ ইয়াবা, আট কেজি হেরোইন  এবং  পাঁচ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তালিকাভুক্ত জঙ্গি ও সন্ত্রাসী ৭২ জন৷

পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ অভিযান শুরুর আগে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে দেওয়া চিঠিতে বলা হয়, ঢাকার আদালত এলাকা থেকে মৃত্যুদণ্ড পাওয়া দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনা বিবেচনায় নিয়ে বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদযাপন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ হয় সেজন্য এই অভিযান পরিচালনা করা হবে৷

অভিযানে কয়েক হাজার লোক গ্রেপ্তার হলেও ঢাকার আদালত এলাকা থেকে গত ২০ নভেম্বর ছিনতাই হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ পুলিশ এই কানেকশনে কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারের দাবি করলেও পালিয়ে যাওয়া জঙ্গিরা এখনো অধরা৷

Translate »