Type to search

Lead Story আন্তর্জাতিক

বিবিসি-র ১০০ প্রভাবশালী নারীর মধ্যে অর্ধেকের বেশি আফগান মুসলিম

প্রতি বছরের মতো এবছরও বিবিসি বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় অর্ধেক জায়গা জুড়ে রয়েছেন আফগান মুসলিম নারীরা।

মোট ৪ ক্যাটাগরিতে ১০০ জনের এই তালিকায় শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখায় ৩১, রাজনীতি ও অধিকারকর্মী ৩১ জন, পরিবেশ ও খেলাধুলায় ১৬ এবং বিজ্ঞান-স্বাস্থ্যে স্থান দেওয়া হয়েছে ২২ জনকে। প্রভাবশালী নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই, সামোয়ার ১ম নারী প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা, ভ্যাকসিন কনফিডেন্স প্রকল্পের প্রধান অধ্যাপক হেইডি জে লারসন ও প্রশংসিত লেখক চিমামান্ডা এনগোজি আদিচিসহ আরও অনেক নারী স্থান পেয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »