Type to search

Lead Story রাজনীতি

বিএনপি নেত্রী এ্যাড. নিপুন রায় গ্রেপ্তার

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে রাজধানীর রায়েরবাজার এলাকার তার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিপুন রায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রের ছেলের বউ।

রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করা নিপুণ রায় পেশায় একজন আইনজীবী। রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়ায় প্রত্যক্ষভাবে রাজনীতিতে সক্রিয় তিনি।

Translate »